প্রিন্সিপাল মহোদয়ের বাণী

- হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ

 

সম্মানিত শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।


ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসা বৃহত্তর মিরপুরবাসির ভালোবাসায় সিক্ত একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাবান্ধব পরিবেশে পৃথক পৃথক ক্যাম্পাসে প্রতি বছর শত শত ছাত্র-ছাত্রীর কলরবে মুখরিত থাকে এ প্রতিষ্ঠান। ঢাকার বৃহত্তর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় অবস্থিত এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সন্তানদের আদর্শ ও একজন সু-নাগরিক মানুষ হিসেবে গড়ে তুলতে যথোপযুক্ত আধুনিক ও দ্বীনি শিক্ষা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে দক্ষ শিক্ষকমন্ডলীর দ্বারা ক্লাস পরিচালনা করা হয়। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদ-এর চতুর্মুখী প্রচেষ্টার উপর। আমাদের সেই লক্ষ্যেই প্রচেষ্টা নিরন্তন ও সার্বক্ষণিক।

 

আমাদের এখানে সন্তানের ৪ বছর বয়স থেকে সুচারুরুপে একই সঙ্গে স্কুল ও মাদরাসা বিভাগের জেনারেল সিলেবাসে প্লে গ্রুপ থেকে এসএসসি ক্লাস পর্যন্ত অধ্যায়ন করানো হয়। পাশপাশি মাদরাসা বিভাগের নূরানী শিশু শ্রেনী থেকে পর্যায়ক্রমে নাজেরায়ে কুরআন, হিফজুল কুরআন ও কিতাব বিভাগের কাফিয়া-কুদূরী পর্যন্ত অধ্যয়নের সুবর্ণ সুযোগ রয়েছে।

 

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, প্রতি বছর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবিস্মরণীয় সাফল্য অর্জন করে আসছে। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পড়ালেখার মান উন্নত থেকে উন্নততর হচ্ছে এবং সব ধরনের বোর্ড পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, টিভিতে অংশগ্রহণমূলক হিফজুল কুরআনসহ সব ধরনের প্রতিযোগীতায় ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে আলহামদুলিল্লাহ। বোর্ড পরীক্ষায় অসংখ্য এ+ ও শতভাগ পাশসহ ঈর্ষনীয় ফলাফল এত্র প্রতিষ্ঠানের ধারাবাহিক অর্জন।

 

২০০৮ সালে অল্প কয়েকজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার। বোর্ডে প্রতি বছর এ প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী মদিনা, আল আজহার ভার্সিটিসহ দেশের নামীদামী কওমী মাদরাসা,  সরকারি ও বেসরকারি কলেজ- বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ গ্রহণ করছে।

 

কো-কারিকুলাম কার্যক্রমের গুরুত্বকে এখানে মোটেও খাটো করে দেখা হয় না। কো-কারিকুলাম হিসেবে প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা, CW/HW/CT/WT/LT/MT, কবিতা আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, হামদ, নাত, ক্বেরাত ও স্পোকেন ইংলিশ ও এ্যারাবিক প্রভৃতির অনুশীলন করানো হয়। এছাড়াও বিভিন্ন জাতীয় দিবসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে ছাত্র/ছাত্রীরা অংশ নিয়ে থাকে।

শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না রেখে চৌকশ, সু-শিক্ষিত আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।

 

ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসা বাংলার এ জনপদে শিক্ষাবিস্তারের বিশেষ অবদান রাখতে অঙ্গিকারবদ্ধ। সু-শিক্ষা জাতির মেরুদন্ড। এ কথাটি এ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরিচালনা পর্ষদ অন্তরে ধারণ করে। আমরা সু-শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখতে চাই। আমরা সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী।পরম করুনাময় আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন। আমীন।


মা’আসসালাম

মামুনুর রশীদ

প্রিন্সিপাল